প্রতিটি ফুলের পাপড়িতে
ভক্তি শ্রদ্ধায় মিশে আছে দৃঢ়তা,
শহীদের সন্ধানে ছুটে যাই
শহীদ মিনারে কিংবা স্মৃতি সৌধ্যে।
শ্যামল মাটির গন্ধে অপরূপে
বাংলার আত্মার সান্নিধ্যে,
সারি সারি দাঁড়িয়ে
কী! মধুর নীরবতা।
ফুুলে ফুলে ভরে গেছে
বেদীমূল! কী অপরূপ নীরবতা।