এই নিয়ে তো আমার মনে সন্দেহ নেই কোন,
শুধু শুধু সন্দেহ কর। অকারণে যেন।
মন ভালো তো সব ভালো
সবার সাথে মন খুলে কথা বলো।
যে যাই ভাবুক! নিন্দুকেরা যাই বলুক!
নিন্দুকের কাজ নিন্দা করা, ওদের মতো ওরা চলুক।
ভয় পেলে তো চলবে না!
কে কি বলল, তাই নিয়ে মোটেই ভেবো না।
আপন কাজে গতি বাড়াও
নিন্দা ছেড়ে নিজের কাজে জ্যোতি ছড়াও।
সমাজ মাঝে থাকবে কিছু মন্দলোক
আগেও ছিলো, এখনও আছে, ওরা শুধু সমালোচক।
যে যাই করুক! ভালো হোক আর মন্দ হোক,
নিন্দুকের কাজ নিন্দা করা, শুধুই তারা সমালোচক।
ভক্তি ভরে আপন কাজ চালিয়ে গেলে,
দেখবে তুমি, প্রতিভা তোমার উঠবে জ্বলে।
সুনাম খ্যাতি চারিধারে; জনমনে তোমার নাম,
নিন্দুকেরা নিন্দা ছেড়ে, করবে তখন তোমার সুনাম।
কিন্তু ওরা বিষাক্ত সাপ ভয়ঙ্কর আর সর্বগ্রাসি।
এই যে ভালো, এই যে খারাপ, হঠাৎ আবার বহুরূপী,
তাই বলছি আমি, নিন্দুকের কাজ নিন্দা করা,
নিন্দা ভয়ে থাকালে বসে। ওদের কাছেই সমর্পণ করা
মন ভালো তো সব ভালো। সন্দেহ নেই তাতে,
সুনাম তোমার উঠবে ফুঁটে , নিন্দুকেরই আঘাতে।
যে যাই বলুক, নিন্দা ভয়ে থাকবে না আর ঘরে বসে,
বিশ্বমাঝে থাকবে তুমি । নিন্দুকেরা যাবে ভেসে,
সমালোচনা সবাই করতে পারে, লিখতে পারে ক’জন,
বলছ এখন বন্ধু তুমি , আমি নাকি সবার আপন জন।
সব কাজেতে অসবে বাঁধা। নিরুৎসাহী করবে লোকে,
এরই মাঝে চালিয়ে গেলে আসবে সুনাম ধরার বুকে।
নিন্দা ভয়ে থেমে গেলে হবে না আর পথ চলা,
আপন কাজে মনদিয়ে, সুগম করো পথ চলা।