সোনালী আভায় রঙ ছড়ানো আলোর ধবল দ্যুতি,
আহ্! কি দারুণ নান্দনিক অনুভূতি।
বিমোহিত সৌন্ধর্যের অবগহনে - নতুনের আকর্ষণে,
লালচে বাদামী আভা - নীলচে সবুজের প্রভা।
নীল নির্জনে সমুদ্রের গর্জনে
ঊর্মিমালার ধবল দ্যুতি নীলের অনুভূতি।
প্রভাত রবির সোনাঝরা রোদের পুনঃমিলন
বিদায়ের দিনক্ষণ নতুনের আগমণ
সীমান্তে সন্ধ্যা নেমেছে , জোনাকিরা জেগেছে।
পাতাঝরা অরণ্যে, মেঘ সরিয়ে রোদ্দুর;
উন্মুক্ত প্রাঙ্গনে চৈত্রের মরীচিকা সমুদ্দুর।
জোছনা ছড়ানো দৃশ্যপটে অপরূপ কৃষ্টি,
নীল নির্জনে হিমেল হাওয়ায় মনোলোভা দৃষ্টি।
পড়ন্ত বিকেলে প্রাণের উচ্ছ্বাসে আলোর বর্ষণ,
নীল নির্জনে সাগরের গর্জন।
(রচনাকাল: ২৪ এপ্রিল ২০১৯)