নতুন প্রভাতে
প্রাণের বার্তা নিয়ে এলো
বাঙালির ঘরে।
“মুছে যাক গ্লাণি, ঘুচে যাক জরা”
সারাটি বছর ধরে।
নতুনের কেতন উড়িয়ে, দেশজুড়ে
বাংলা বাঙালির করে,
নব-নবীনের চেতনায় উজ্জীবিত হোক
উদ্দীপ্ত হোক প্রতিটি ঘরে।
যা কিছু সুন্দর, যা কিছু শুভ
তাই যেন থাকে
সারাটি বছর জুড়ে।
ঊষার আলোতে, চির সবুজের সাথে
বয়ে আনুক শুচি-শুভ্র সতেজ
দিনে-রাতে সবার মনে।
শুভ্র প্রভাতে যৌবনের জাগরণে
মানব প্রেমে জাগ্রত হোক দেশপ্রেম।
জাতি-ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে
মানবতার আলোয় উদ্ভাসিত হোক
সারাটি বছর ধরে।
(০১ বৈশাখ ১৪২১, ১৪ এপ্রিল ২০১৪)