নৈতিক অবক্ষয়ে নতুন সংকটে সমাজ
নীতিহীন কাজ নৈতিক অধঃপতনে ডুবছে সমাজ
অবিশ্বাসে জাতিকে করছে গ্রাস।
হুমকির মুখে জাতির শিক্ষা ব্যবস্থা
সভ্যতার নতুন সংকটে এ অবস্থা
জাতি ধ্বংসের ষড়যন্ত্রের পূর্বাভাস।
স্বজনপ্রীতির অবক্ষয়ে রাহুর গ্রাসে জাতি
মুক্তির পথ কে দেখাবে আজ! নতুন সংকটের ভীতি,
প্রাথমিক শিক্ষার গোড়ায় গলদে ভরপুর।
নেতিবাচক চিন্তা চেতনা দিয়ে
আধুনিক বুদ্ধিমত্তার সমন্বয়ে
আলোর পথের উজ্জ্বীবিত শক্তি সুদূর।
ভাবতে হবে জাতিকে
জাগতে হবে জনতাকে
নতুন সংকট থেকে উত্তোরণে।
কথিত বুদ্ধিজীবি যারা
জাতি ধ্বংসে পায়তারা করছে ওরা
শিক্ষার সংকটে জাগো গণজাগরণে।
মানব কল্যাণে জাতি গঠনে
জাতীয়তাবোধ জাগাতে হবে জনতার মনে
মুক্তচিন্তার স্বদেশী ভাবনায়,
জেগে ওঠো তরুণ
তোমরা জাতির অরুণ
জেগে ওঠো, প্রতিবাদী হও এ ব্যবস্থায়।
নতুন সংকটে জাতি
বাদ দাও পরীক্ষাবিহীন শিক্ষা পদ্ধতি
জেগে ওঠো আগামীর স্বদেশী চিন্তায়।
(০৩ মার্চ ২০১৮)