শীত এসেছে প্রকৃতিতে কুয়াশায়
শিশির ভেজা ঝরাপাতায়
পৌষ-মাঘের হিম নীরবতায়
মিষ্টি খেজুর রসের মমতায়।
শীত এসেছে বাংলার বুকে
বৃদ্ধ আর শিশুদের ধরে অসুখে
শীতে কাঁপে ভোরে ঠক্ ঠক্
শীতল বাংলা বিস্ময়ে হতবাক
শীত এসেছে ঘুমন্ত বাংলায়
ভরানদী ঘুমায় বিষণ্নতায়,
পাখিগুলো উঁচু ডালে উষ্ণতায়
গায়ে গায়ে উষ্ণতা ভালোবাসায়।
(১৮ জানুয়ারি ২০১২)