নতুন বছরের নতুন আশা আগামীর আশার আলো,
স্বপ্ন দেখিয়ে জাগিয়ে তোলো বিজয়ের মশাল জ্বালো।
ভুলে যাও তোমরা, ধর্ম-বর্ণ-জাত আর অভিমান;
দূর করো আজকে তোমাদের অভিশপ্ত জীবন-প্রাণ।

এই বাংলার জনপদের সমস্যাগুলো আমাদেরই সৃষ্টি,
সমস্যা সমাধানে আমাদের সকলের দরকার শুভদৃষ্টি।
আমাদের দেশ, আমাদের বাংলা রূপ সম্পদের খনি;
শপথ নাও, গড়তে হবে দেশ, আজ যে শুভ দিন।

নতুন দিনে, নতুন রূপে ভালো থাকি যেন সকলে ,
দেশমাতৃকার আদর্শে মমতায়একই পতাকা তলে।
আমাদের দেশকে আমরা গড়ব সকল ভেদাভেদ ভুলে,
নতুন বছরের নতুন শপথে নতুন রূপে সকলে মিলে।
(০১ জানুয়ারি ২০১২)