জীর্ণ-ক্লিষ্ট-রিক্ত প্রাণে, চলো হাত ধরি,
নতুন বছরের এ নতুন দিনে কোলাকুলি করি।
তপ্ত পৃথিবীতে দাও প্রভু শান্তির সুবাতাস,
মুক্ত বিহঙ্গের মতো দাও হৃদয়ের আকাশ।
বাংলার দিগন্ত জুড়ে যেন থাকে সুজলা-সুফলা,
গ্রাম শহর নগর বন্দর হয় যেন মিলনমেলা।
হিংসা ঈর্ষা লোভ ভুলে নতুন রূপে এ শহরে,
আপন পর ভুলে চলি একে অন্যের হাত ধরে।
হৃদয়ের মাঝে খুঁজে পাই যেন ভালোবাসার বন্ধন,
নতুন রূপে, নতুন দিনে, ভালো যেন হয় সবার মন।
ছোট-বড়, ধনি-গরিব সকল ভেদাভেদ ভুলে;
মানবতার জয়গান গাই একই পতাকা তলে।
অসহায় মানুষগুলো স্বপ্ন দ্যাখে বাংলার বুকে,
প্রেম-ভালোবাসা দিয়ে জাগিয়ে তোলো তাদেরকে।