উত্তপ্ত শহরের বায়ু দূষণের মাঝে,
অভিশপ্ত জীবনে দিন কাটে নিত্য কাজে।
তবু স্বপ্ন দেখি নতুন পৃথিবীর অপরূপ সাজে,
নববর্ষের আজ মিলন মেলার ধ্বণি বাজে।
গত বছরের স্বপ্ন ছিল নিভু নিভু,
স্বপ্নময় ধরণীতে নির্মল আনন্দ দাও প্রভু।
ক্রোধের আগুন নিভিয়ে দিয়ে,
শান্তির সুবাতাস দাও তব বয়ে।
নতুন বছরের নতুন দিনে, নতুন শপথ নিয়ে;
অনুশোচনা করি যেন অনুতপ্ত-লজ্জিত হয়ে।
তপ্ত শহরের উত্তপ্ত মিছিলের রাজপথে,
ধ্বংস ভুলে, নতুন কিছু করি যেন সবখানে।
এই প্রত্যয় নিয়ে চলি,
স্বপ্নময় পৃথিবীতে বিশ্বাসের বাতিঘরে চলি।
তোমার আমার হৃদয়ের মাঝে জগতে,
মানবতার জাগরণে জাগি নববর্ষের শপথে।