মেতেছে দ্বন্দ্বে তীব্র ছন্দে
কি যেন শঙ্কা !
চারিদিকে কাঁন্নার তোলো হুংকার
বজ্র ডংকা।
কে দিবে বাণী ? রুদ্র ধরনী।
দেশদ্রোহীর অত্যাচারে!
সাম্য মৈত্রী আজ ভুগছে জ্বরে।
পাখি গায় গান জুড়ায় না প্রাণ
দেশ জুড়ে শুধু কাঁন্নার ঘ্রাণ।
দ্বন্দ্বের তালে ছন্দে ভোলে
মুক্তচিন্তায় আাজ ঢুকেছে ভীমরুল
মুক্তির বাণী যেন ত্রিশূল।
ভুলতে বসেছি বিলকুল
দীপ্ত বাণীতে ফুটিয়েছে হুল ,
জ্বেলেছে শিখা সুধাসিক্ত নেশার কলস তবু রিক্ত।
স্বপ্নলোকের কল্পবনে আজ শঙ্কা মনে
রুগ্ন ফসিলে লক্ষ্য হানে
নেশার কলমে শঙ্কা জাগে।