ডুবে যায় নবমীর চাঁদ, দূর নীলিমায়
শেষ রজনীতে ঢুলু ঢুলু চোখে
জেগে থাকি ঐ তারার সাথে।
নিশি গন্ধার ক্ষণিকের তৃষ্ণা
   যামিনীর অবসানে।

বিদায় জানায় দীপ, নিভে আঁখি জলে
শুকতারা জাগে নবমীর চাঁদের সাথে
তবু কি যেন কি অনুরাগে !
অশ্রুঝরে ! প্রেম নহে।

সবুজ সৌরভে শীতের সায়হ্নে
স্তব্ধ রাত্রির নবমী চাঁদের সাথে
এক পায়ী মেঠো পথে
হেঁটে চলি সন্তর্পনে
হয়ত ছুঁয়ে যাবে রূপালী আলো
দূর নীলিমায়
একটু পরে।

দুগ্ধমনে বিদায় জানায় আঁখিজলে।
নীলাকাশ ঢেকে যায় অন্ধকারে
  নবমীর অন্তরীক্ষে
সন্তাপহীন চোখে
অলীক পরিবেশে
     বিবর্ণ চোখের কৃষ্ণবর্ণে।
(১৫ নভেম্বর ২০১১)