আমি একুশের চেতনায় নব প্রজন্মের প্রভাত ফেরি
ভাষাপ্রেম থেকে দেশপ্রেম। আহা মরি মরি,
মা মাতা মাতৃভূমির প্রতি প্রেমময়তা
বাঙালির প্রেমবোধই আমার জাতীয়তা।
আমি শান্তির স্লোগানে মানবতার জয়গান গাই
নিপীড়িত জনগণের মুক্তির পথ দেখাই,
সাম্য মৈত্রী ঐক্যের পথে চলি
মহামিলনের কথাবলি।