আমি হতাশার মাঝে দেখি নব আশা
শোষণমুক্ত মানবতার ভালোবাসা,
ক্ষমতা অর্থ মোহে নত নই
মানবতার মুক্তি মনীষিদের বই।
আমি সরল বিশ্বাসে পথ দেখাই দেশ-জাতিকে
উদ্দীপ্ত করি স্নেহদীপ্ত ভালোবাসার শক্তিতে,
নিত্য দিনের গ্লাণি কালিমা ঠেলে
সকল ভেদাভেদ ভুলে।