আমি কবি, আমার পূর্ণতা ঐ আমার কবিতায়
জাতিকে জাগাই জেগে রই কবিতায়,
সত্যের প্রতি বিশ্বাস অবিচল
ভয় করি না মিথ্যার বাহুবল।
আমি উজ্জ্বীবিত, উদ্দীপ্ত বুদ্ধির মুক্তিতে
জাতির উত্তোরণ পথের দেখাতে,
মূল্যবোধ আদর্শ চিন্তাচেতনায়
বেচে র’বো লেখার ভলোবাসায়।