আমি সাম্যের উদর মত প্রকাশের প্রতীক
আলোর পথের পথিক,
মুক্তবুদ্ধির উপাসক
জ্ঞানের সাধক।
আমি প্রতিভাদীপ্ত প্রজ্ঞাবান সাহসী
মননশীল, আপসহীনতার দাসী;
মানুষের প্রতি সম্মান বিশ্বাস
অমানুষকে করি নাশ।