আমি বেঁচে থাকব আমার কবিতা-গল্পে মানুষের হৃদয়ে
দুঃসময়ে পথ দেখাবে জাতিকে নির্ভয়ে,
আমার কবিতা নিয়ে যাবে সম্ভাবনার নবদিগন্তে
সমকালিন ভাবনার মুক্তচিন্তার আলোতে।
আমি নতুনের মাঝে স্বপ্নদেখি আগামীর পথচলা
তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তির সোনালী বেলা,
বিশ্ববিজয়ে আনবে সোনালী প্রভাত
আগামীর পথে রাঙ্গা প্রভাত।