আমি মহাশূন্যে ছুটেচলি নভোযানে চড়ে
মানবতার মিছিলে মিশে যাই ভীড়ে,
মানুষকে স্বপ্ন ছোঁয়ায় আপন কর্মে
কল্পনাকে বাস্তবে আনি ঘর্মে।
আমি প্রগতির পথে উদ্ভাবনী শক্তি সমভাবনায়
জাগিয়ে তুলি বিশ্ব ভ্রাতত্ববোধ দুঃসময়,
মুক্তচিন্তার স্বদেশী ভাবনার জাতীতাবোধ
দূর করি অভিযোগ, জাগাই নীতিবোধ।