আমি আলোকবর্তিকার অনন্তকালের মহাসিন্ধু
সময়ের প্রতিচ্ছবি তারই মধ্যবিন্দু,
সাহিত্য রাজনীতিতে দেদিপ্যমান
অনুপ্রেরণা যোগাতে জ্যোতিষ্মান।
আমি অঙ্কুর থেকে মহীরূহ উড়ে চলি খেয়াযানে
জাতিকে জাগাই কর্মের আলোড়নে।
শাশ্বত দেশেপ্রেমের অগ্নিকণা
নবজাগরণে দিই নিশানা।