আমি নব উল্লাসে নভে চলি মনোভূবনে
অতীতের অপূর্ণ সময়ের সন্ধানে,
বিধ্বস্ত জাতিকে স্বপ্ন দেখাই
সময় আর শ্রমের মর্যাদায়।
আমি আদিগন্ত অবারিত বাংলার দশ্যপট
বৈচিত্রের ক্যানভাসে অপরূপ সে তট,
মাটি পানি প্রকৃতি তারই অবয়ব
সে চিত্রপটে আঁকি সব।