আমি জ্ঞানের মশাল নিয়ে চলি দ্বারে দ্বারে
কবিতায় জেগে থাকি ঘরে ঘরে,
জাতিকে পাহারা দিই দিবানিশি
মা জননীকে বড় বেশি ভালোবাসি।
আমি সাম্য-মৈত্রী-ভ্রাতৃত্ব মানবতার প্রতীক
দুর্দিনে মহাবিপ্লব ঘটিয়ে দেখাই দিক,
জাতির সংকটে আমি হই কাণ্ডারি
জাতিকে জাগাতে দ্বারে দ্বারে ঘুরি।