আমি জেগে উঠি বারবার মহাকাল পরে
আধুনা যুগের যুগ যুগান্তরে।
জীবন জাগাতে কর্ম কোলাহলে
উচ্ছ্বাসে উল্লাসে সকলে।
আমি সন্ধ্যাতারায় ঘুরি প্রকৃতির অনুভবে
মধ্যাকর্ষণের কৃষ্ণগহবর ছেড়ে এ ভবে।
তন্দ্রাবিমুখ উম্মীলন বিস্ময়ে যানে
চির বসন্তের কাননে।