আমার কথাগুলো
মেলে ধরি দু’হাত দিয়ে,
তারপর ডানা ঝাড়া দিয়ে
নীলাকাশে উড়িয়ে দিই।
চলে যায় দূরে
ঘর থেকে বেরিয়ে
সর্ষে ফুলের ঢেউয়ের দোলায়
নেচে নেচে চলি।
পথ পেরিয়ে মনের আনন্দে
মাঠের পর মাঠ, তারপর থেমে যাই!
দু’হাত জোড় করে
কখনো আবার অঞ্জলি মেলে
বসে থাকি প্রকৃতির কোলে।
সুন্দর ধরণীর অপরূপ বৈচিত্র্যের মাঝে।
প্রকৃতির মায়ার কোলে।
আবার কোথাও অসংখ্য জলরাশি,
বনে-বাদড়ে গাছ গাছালিতে
পাখির ডাকাডাকি।
রাত জাগা পাখির আচমকা গোঙ্গানি
কুকুরের দীর্ঘ ডাক
চৌকিদারের হাক,
হঠাৎ থেমে যায় সমস্ত প্রকৃতি
ঊষার আলো তাড়ায় অন্ধ ভীতি।
নতুন প্রভাতে নতুন সূর্য
আমার স্বপ্নগুলো আলোকিত করে,
জাগিয়ে তোলে সারাবিশ্বকে।
(১৪ ডিসেম্বর ২০১৩)