কল্পনার সোনালী স্রোতে ভাসি দুর্নিবার ইচ্ছায়,
আমি জেগে রই আমার কবিতা উপন্যাসে বিশ্বময়।
মুক্তবিহঙ্গের মতো মুক্তমনে উড়ি কবিতার আকাশে,
যে যাই বলুক ধার ধারি না, আমার কবিতা বিকাশে।