আমার লেখা সত্যের বাণী, যুগের বড় হাতিয়ার;
আমি নির্ভিক আলোর দিশারী, আমি যে সবার।
আমি সাহসী সৈনিক উজ্জ্বল ভাবনার মূর্তপ্রতীক,
প্রতিবাদী, সাহসী, আপোসহীন আমি যে নির্ভিক।