আমার মায়ের আঁচলখানি ভারোবাসার ঘর,
মাথার উপর বটের ছায়া জনম জনম ভর।
সন্তানের রঙিন হাসি মায়ের প্রিয় সুখ,
স্বার্থ ছাড়া ভালোবসা মা যেন স্বর্গেরই মুখ।
মায়ের কাছে সব সন্তানই সাত রাজার ধন
মানিক রতন, জীবন চলার শ্রেষ্ঠ আপন জন।
মায়ের মতো নেই কিছু দামি বিশ্বভূবন ভর,
আমার মায়ের ভালোবাসা, স্বর্গ সুখের ঘর।
ত্রিভূবনে প্রিয় মধুর শ্রেষ্ঠ মধুর শব্দটি যে মা,
মায়া-মমতায় সেরা, আদর সোহাগে ঘেরা।
মায়ের হাসি স্নিগ্ধভোর, প্রভাত আলোর মায়া;
কাশফুলের ছোঁয়া, ফুলের হাসি, বটের ছায়া।
মা ডাক, মায়ের মনে বেহেস্তের ফুল রাশি রাশি।
স্নেহের আঁচল জড়ানো দীপ্ত সুখের উজ্জ্বল হাসি।
দৃষ্টির আলোয় ভূবন জুড়ায়, যদি থাকে আর্শিবাদ,
স্নেহের কোমল পরশে, বাঁচতে শেখায়, মা যে জান্নাত।
(০১ মে ২০২০)