আমরা আমাদের ভাষাকে হারাতে বসে ছিলাম,
প্রায় হারিয়ে ছিলাম।
ভাষা হারালে কি হয় সবাই জানে!
তাই আবেগ আর ভাষার দরদ নিয়ে
রাজপথে নেমেছিলাম।
মা কে হারানোর বেদনা সেই বোঝে
যে এই মহামূল্যবান সম্পদ হারিয়েছে।
‘মা-মাটি-মাতৃভাষা’ জাতির অহংকার,
ঐ কুচক্রীমহলের তীক্ষ্ণ থাবার শিকার আমরা।
আমরা অগ্রগামী ভাষার মিছিলে,
সার্বভৌমত্বের প্রতীক ভাষাই জ্বালে।
মায়ের কোলে ‘মা’ ডাক শেখা
পরদেশী ভাষার বেড়াজাল রোখা।
বাংলা ভাষা বাঙালির প্রাণ
বাংলায় কথা বলা আবহমান।
রাজপথ রঞ্জিত করে ভাষাকে করেছে মহান,
ভাষা দিবসে বাঙালি বিশ্বে মহান।
হারিয়ে ফিরে পেয়েছি সোনার বাংলা,
ভাষার স্বাধীনতা দিল সে তো বাংলা।
আমাদের ভাষা বেড়ে ওঠা জীবন বৃক্ষমুখ
ফুল থেকে ফল বাঙালির প্রিয় সুখ।