সোনালী আলোর ছোঁয়ায়
অনুভবে বুঝি ভোর হলো ধরায়,
হেমন্তের মিষ্টি আভায়
আকাশ ভরে যায় কুয়াশায়।
বুড়ো বটগাছ কিংবা
    বিদ্যুতের তারে গায়ে গায়ে বসা।
ঊষ্ণ খোঁজে পাখি,
আম জাম শিমুল কদম গাছে
উঁকি দেয়, আলো মেলে আঁখি।
গায়ক পাখির মন্ত্র গানে,
প্রকৃতি জাগায় আপন সুরে আপন মনে।
ভোর হয় মুক্ত আলোয়
সোনালী আভায়
সূর্য সকালের ছোঁয়ায়,
মাঠে মাঠে প্রভা ছড়ায়।
(৩১ অক্টোবর ২০১১)