কোকিলের কুহুতান, বসন্তের দিনমান;
বুকের মাঝে লুকানো তন্ত্রীর সুক্ষ্ন টান।
উড়ন্ত প্রজাপতি সোনা রং-রোদ ছড়ায়,
নব প্রাণে আলোক মঞ্জুরি মুগ্ধ বিস্ময়।
মৃদু গুঞ্জন আম বাগানে মধুলোভী মৌমাছি,
প্রকৃতিতে ঘর বেঁধেছি, তারই কাছাকাছি।
(০৪ এপ্রিল ২০১২)