মর্মমূলে ধ্রুপদী ছায়া নিবিড় প্রতীক্ষা,
অনুভবে শাশ্বত অমিত বৈভব রেখা।
হৃদয় মুক্তির পুর্নজন্ম সন্তর্পণে বাহুবলে,
কলধবনি মর্মমূলে মায়ার শিকলে।
নীল সংকেতে দৃশ্যাতীত ছবি খোঁজে,
উৎকঠিত মুখ সান্ত্বনায় চোখ বোজে!
লাস্যময়ীদের বেদনা প্রবাহ নীলচে ঘরে,
গোধুলির রঙে মর্মমূলে কুঞ্চিতরেখা তারপরে।
অজানা চুক্তিতে ঋণ বাড়ে মিথ্যার বেসাতে
নৈঃসঙ্গের প্রলোভন চাঁদের বিভায়
দৃশ্য বিন্যাস ভিতরে, তবু প্রতীক্ষা চূর্ণ!
নিঃশব্দে অনুসরণ ধ্রুপদী ছায়ায়।
অদ্ভুত স্পর্শ মর্মমূলে মায়াবীর অনুভব,
মধ্যবিন্দুতে মায়ার বন্ধন ভাবে সব।
(১১ অক্টোবর ২০১২)