হাজার বছর ধরে মর্মে বেজেছিল
          স্বাধীনতার কথা। আর অস্থির ছিল।
বেড়েছিল শাসক-শাসিতের ব্যবধান,
           আমরা ছিলাম নিঃস্ব হিন্দু মুলমান।
সেই বৃটিশ থেকে পাকিস্থান
              মর্মে বেজেছিল স্বাধীনতার গান।
কথা আর ভাষা। সেই সাথে মাতৃভূমি
          শিকড় ধরে টেনেছিল। ওরা ভূস্বামী,
পথে পথে উঠেছিল সুর এ জনপদে
          শাসনে শোষণে বাঙালি শুধু কাঁদে।
হাজার বছরের ধুলিমাখা পথে
    স্বাধীনতার মিছিলে মিলেছিল এক সাথে।
বহু বছরের দাসত্বের শৃঙ্খল ভেঙ্গে,
        স্বাধীনতা এনেছিল বাঙালিরা এ বঙ্গে।
মর্মে বেজেছিল স্বাধীনতার গান
     বাঙালি মোরা। র’বনা বৃটিশ-পাকিস্থান।


(০৩ এপ্রিল ২০১০)