রাষ্ট্রের সুশীল সমাজ, বুদ্ধিজীবিরা বক্তৃতা দিয়েই ধন্য,
এমনই সমাজ সভ্যতায় আমাদের বসবাস, কি জগন্য!
কামুক নিষ্ঠুর বিবেক কুপ্রবৃত্তি অনৈতিক কাজ করে,
নৈতিক মূল্যবোধে মানবিক বিবেক জাগ্রত করে।
মহামনীষিদের জীবন আদর্শে চিন্তা-চেতনায় চলো সবে,
ভেদাভেদ ভুলে সবাইকে জাগতে হবে, জাগাতে হবে।
ধর্ম মানবিক দেশপ্রেমের কথা বলে, আপন ধর্ম মতে চলো,
মানবতার আড়ালে অমানবিক কাজগুলো ছুড়ে ফেলো।
আমরা সবাই সচেতন হলে, বিবেক জাগালে
চোখের পর্দা, মনের পর্দা, কুপ্রবৃত্তি, পশুর স্বভাব থামবে।
বইয়ের সাথে হৃদয়ের যোগাযোগ বাড়ালে, আকড়ে ধরলে
মানব সভ্যতা আলোয় আলোকিত করে জ্যোতি ছড়াবে।
(রচনাকাল: ১০ এপ্রিল ২০১৯)