মানুষের নৈতিক-অনৈতিক প্রকৃতি বড় জটিল,
সুয়োগ সন্ধানে আপন স্বার্থে জাতির মুখে মারে ঢিল।
সমাজে পশুপ্রবৃত্তি অনৈতিক কাজ না থামালে
সে ভুলের মাসুল দিতে হয় দেশ-জাতি-সমাজকে।
বিবেক যখন অনৈতিক কাজে সায় দেয়, শয়তান পিছু নেয়,
অপকৌশলে হীন স্বার্থে মিথ্যা যুক্তিতে নৈতিকতা হারায়।
বিভ্রান্তিতে পড়ে সমাজ, প্রতারিত হয় দেশ-জাতি;
কাল সন্ধ্যায় তখন নিভে যায় সকল বিবেক বাতি।
ভেবেছ কি! সমাজের মূল্যবোধ কোথায় দাঁড়িয়েছে!
গতিশীল পৃথিবীতে, মানুষ যান্ত্রিক হচ্ছে, মূল্যবোধ হারাচ্ছে।
রাষ্ট্র সমাজ ধর্ম এসেছে শান্তি আর সুন্দর ভাবে চলার জন্য,
পশুপ্রবৃত্তির কাছে বিবেক হারিয়ে আমরা হচ্ছি বন্য।