আমরা নৈতিক অবক্ষয়ের সীমা অতিক্রম করে চলেছি,
সুশীল সমাজ, বুদ্ধিজীবিরা বলছে বিষয়টি নিয়ে ভাবছি।
নৈতিক মূল্যবোধের অবক্ষয়ই অসামাজিক কার্যকলাপ,
সমালোচনায় ভরপুর প্রতিকারে নেই কোন সংলাপ।
নৈতিক ছেড়ে অনৈতিক পথ সকলের কাছে প্রিয়,
প্রভাবশালীর চাপে সমাজ সংসারে হারায় বাঁচার আগ্রহ।
আমাদের এ জনগোষ্টির অবক্ষয় অপসংস্কৃতির অবক্ষয়,
অনৈতিক কার্যে আমরা হারাতে বসেছি ঐতিহ্য-পরিচয়।
সামাজিক রাজনৈতিক ধর্মীয় শিক্ষা সংস্কৃতিতে অবক্ষয়
অসামাজিক কার্যকলাপ কুপ্রবৃত্তি নৈতিক অধঃপতন সেথায়।