সমাজে পশুপ্রবৃত্তি বেড়ে গেলে বিবেক হোঁচট খায়,
উঠতি বয়সের তরুণ-যুবকদের নিয়ন্ত্রণে অসহায়।
সে সমাজ দেশ জাতি অচিরেই রসাতলে যায় ,
সে ভুলের মাশুল পুরো দেশ জাতিকে দিতে হয়।
অনৈতিক কাজে মানব মন প্রতিনিয়ত ধাবিত হয়।
মানুষের মন বড় জটিল অনৈতিক কাজে আগ্রহ বেশি,
                   কুপ্রবৃত্তি সর্বদা পিছে লেগে রয়
বিবেক হোঁচট খায়, আত্মমর্যাদা থমকে দাঁড়ায়।