বৈশাখী তারুণ্যের উচ্ছ্বাস ছেড়ে
প্রকৃতিতে এসেছে শুদ্ধতার বর্ষা,
জৈষ্ঠ্যের খরতাপে পুড়ে
পুরোনো সব গ্লাণি সাফ করে বর্ষা।
প্রকৃতি জুড়ে সজীব উল্লাস
অসীম নীলিমার বুকে সাদা কালো মেঘ,
খরার বুকে জেগে ওঠে সবুজ ঘাস
চৈতন্যে সঞ্চারিত করে সঞ্জীবনী মেঘ।
এঁকে দেয় প্রশান্তির কাজল
আষাঢ়-শ্রাবণের শ্যামল ছায়া ঘনবনে,
মেঘবালিকা আজ অশ্রু সজল
প্রেয়সীর খোঁজে তারুণ্যের উচ্ছ্বাস মনে।
বারিধারা আজ গুমোট গম্ভীর
কদম কাননে বাশির সুর মোহনায় আবেগ,
আকুল আকুতি সঞ্জীবনীসঙ্গীর
মনমেঘে নীলাচলে দোলে উত্তরীমেঘ।
সবুজের মাঝে স্বপ্ন দোলে
নতুনের বুকে মনমেঘ বর্ষাবরণে,
নব যৌবনের উচ্ছ্বাসে উড়ে উড়ে
উত্তরীমেঘ দলবেঁধে চলে তারই সন্ধানে।
বৈশাখ-জৈষ্ঠ্য ছেড়ে আষাঢ়-শ্রাবণে
ঘনকালো মেঘে মনবধুর ভেজাচুল ওড়ে।
পাওয়ার আকুতি মনে মনে
উড়ে চলে মনমেঘ তারই খোঁজে আপন নীড়ে।
(১৮ জুন ২০১৫)