ঢাকায় নাকি টাকা ওড়ে
                     আজব খবর সব,
ব্যস্ত সবাই শহর জুড়ে
               কিসের এতো অভাব!

ছুটছে সবাই টাকার পিছে
             ইয়াবা কি শুধু বস্তিতে!
ধনি গরিব ছুটছে সবাই
         হায়! কেবা আছে স্বস্তিতে!

ধরতে পারলে আজব ধনি
           অবৈধ পথে সোনার খনি।
টাকার শহর ঢাকা শহর
            ব্যস্ত সবাই গুনছে প্রহর।

ক্যাসিনো কিংবা জুয়ার খেলা
        টাকার নেশায় ভাসায় ভেলা।
বস্তিতে নাকি সব পাওয়া যায়!
অট্টালকায় অট্টহাসি টাকার খেলায়।

অভাব যাদের নিত্য সাথি
        তাদের আবার ভয় কি ভীতি!
ওদের দিয়ে ব্যবসা করি,
                         চোখ বন্ধ রাখি
ভাং-গাজা-মদ-ইয়াবা রাখি।

অবৈধ পথে আজ হচ্ছে ধনি
                ঢাকা শহর টাকার খনি।
(রচনাকাল: ০১ ফেব্রুয়ারি ২০১৯)