পড়ার মাঝে লুকোচুরি খেলে,
কখনও বা চোখ ভরে যায় জলে।
নির্জন দুপুরে দৌড়ায় মন ছুঁয়ে,
অবিরাম ক্লান্তির মাঝে মনচুরি দ’ুয়ে দু’য়ে।
কখন আবার মনচুরি রূপসী নদীর তীরে,
পড়ার টেবিলে লুকোচুরি তাকে ঘিরে ।
কালবৈশাখীর ঝড়ে দুলে ওঠে ক্লান্ত দুপুরে,
বেদনায় নুয়ে পড়ে, অভিমানে দেখে প্রতিমারে।
মাঝরাতে বই-এর পাতা উল্টায়,
হৃদয়ে বসতি, স্বপ্নের জলসাঘরে নীরবতায়।
ডেবিট ক্রেডিটের অদ্ভুত হিসাব বর্ষারাতে,
এলোকেশী যুবতীর হাঁসি আসে বজ্রাঘাতে।
(৩০ জুলাই ২০১০)