দিগন্তে মেলেছে ডানা
ঘুমন্ত সেই অচিন পাখি,
বৃষ্টিস্নাত শাস্ত রাতে
মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকি;
হৃদয় কোণে কষ্টের শিহরণ
নির্বিকার তবু লাল আভা বিচ্ছুরণ।
শব্দহীন রাতের নিগুড় অন্ধকারে
অঙ্কুরিত সাধ নিভে যায়! নিভে যায়!
জীবনের যত স্বপ্ন, যত অপূর্ণতা।
থেমে যায় শূন্য থেকে মহাশূন্যে
শুধু থাকে কল্পনার রঙে দৃষ্টির বন্ধনে।
আসল জীবনের ঠিকানায়, পৃথিবী থেকে দূরে
মহাশূন্যের নিগুড় অন্ধকারে।
আবর্তিত জীবন আর রাঙা পৃথিবীর
সব কিছু ছেড়ে।
ত্রিভূবনে । মহাশূন্যের মহাযাত্রায়।
দুঃখগুলো জাগে বারবার ; কেঁদেছি নিরালয়।
ভুলতে পারি না
দুঃস্বপ্নের হিংস্র থাবা।
স্মৃতির ক্যানভাসে হিসাব নিকাশে মিল অমিল
দিগন্তে ডানা মেলে ততক্ষণে চলে যায়
আসল জীবনে মহাযাত্রায়!
কেউ হবে সাধু। বলবে,“আমি নিষ্পাপ।
সব দোষ ওর ।” হয়ত আরও কত কি!
ততক্ষণে চলেগেছি বহুদূর
অসীম শূন্যতায়! মহাশূণ্যের মহযাত্রায়
দিগন্তে ডানা মেলে
জন কোলাহল ছেড়ে
আত্মিক বন্ধন দূরে ঠেলে,
ঐ দূর আঁধারে! মহাশূণ্যের মহযাত্রায়!