জনশূন্য পান্থশালায় হাঁটি অবলীলায়
অস্তিত্বের প্রগতিশীল গন্তব্যে
নিজস্ব তাগিদে কাঙ্খিত গন্তব্যে
মধ্যবয়সী সংকটে।
সুশীল সমাজের আপন সমাবেশে
জনমানবের ভাগ্য উন্নয়নে
চারিদিকে দুর্নিবার হাহাকার।
সুশীল সমাজ আছে প্রগতিশীল চিন্তায়
আপন অস্তিত্বের সন্ধানে গন্তব্যে হাঁটি
মধ্যবয়সী সংকটে
জনশূন্য প্রাণহীন প্রান্তরে।
তারই দুর্বিনীত নেশার টানে
কার থেকে কালান্তরে অধীর আগ্রহ
নেশগ্রস্থ মধ্যবয়সী সংকটে।