মোবাইল ফোন
কাজের ব্যাঘাত সর্বক্ষণ
হুটহাট করে আসে ম্যাসেজ, বিরক্তিকর জালাতন।
উপকার যতো
অপকার ততো
সংবাদ আদান প্রদানে জরুরি কথা হতো।
মোবাইল ফোনে
ফেসবুকে সর্বক্ষণে
নেটের জগতে সময় নষ্ট অকারণে।
শিশুদের ভুলতে
মোবাইল গেমেতে
শিশুমন নষ্ট করছি কাঁন্না থামাতে।
বর্তমান শিক্ষা ব্যবস্থায়
জাতি ধ্বংসের দোরগোড়ায়
অভিভাবকদের কাঁন্না দেখার কেউ নেই আর