স্মৃতির জানালায় ভাবনা সীমাহীন,
অজানায় পথচলি মেঠোপথ অলিগলি।
মিথ্যা অহংকার দু’পায়ে দলি,
মরীচিকার প্রহেলিকা রঙধনুর মিতালী।
আলোকবর্তিকায় মিশে একাকি চলি,
ক্ষণিক ভাবনায় স্মৃতির জানালায় দুলি।
রূপের যাদুতে সারা বাংলা ঘুরি,
সমবেদনায় সবার সাথে করি মিতালী।
(রচনাকাল: ২৬ মে ২০১৯)