তোরা আজ ব্যস্ত অসুস্থ প্রতিযোগিতায়
ব্যস্ত অবৈধ সম্পদ গড়ায়
হঠাৎ এলিট শ্রেণিতে যাওয়া
নামি-দামি হওয়া।
তোরা ব্যস্ত অবৈধ ভোগ-দখলের কাড়াকাড়িতে
মেতে উঠিস অযথা বাড়াবাড়িতে
যোগ্যতা না বুঝে পা চাটিস
আর অজ্ঞকে ভালোবাসিস।
আয় আমরা আমাদের মাইণ্ডসেট পরিবর্তন করি
সৎ ন্যায় সত্যের পথ ধরি
সুদ ঘুস দুর্নীতি দূর করি
সমাজে আলোয় ভরি।
আয় আমরা জেগে উঠি ঐকান্তিক ইচ্ছায়
মনোনিবেশ করি অধ্যবসায়
সমাজকে জাগায় মানবতায়
দেশপ্রেমে থাকে না ভয়।
(রচনাকাল: ০১ জানুয়ারি ২০২০)