জাগাই দেশপ্রীতি
       দূর করি ভয়-ভীতি
              আপন মনে
              তারই সনে
       রঙের ছোয়ায়
জাগায় মায়ায়।