উদাসী হাওয়ায়
      হারাই অজানায়
           বঙ্গ জননীর ঋণ
           স্মৃতি অমলিন
     বাংলা মায়ের হাসি
মমতায় ভালোবাসি।