নতুন দিন
        খুশির বীণ
             ইচ্ছে ডানা
             বাঁধছে দানা
       রঙধনু রঙে
রূপের ঢঙে।