সব কিছু করেছি দান
তারপরও কেন এতো উপহাস,
অমরা সবাই প্রকৃতির দাস।
গান গেয়ে ভাঙ্গিয়েছ ঘুম নিশিভোরে,
ক্ষণিকের তরে আমরা এ বিশ্বসংসারে।
আমরা কল্পনায় ভাসি,
নবীনবেশে রোদনে উঠে বসি।
পূর্ণশশির মিলনমেলায়।
সবকিছু দিয়েছি ভালোবেসে,
আঁখি জল মুছে এসেছো নিশিভোরে অবশেষে।
সযত্নে চেয়ে আছি গোপন বেদনায়,
উপহাস করো না আমায়।
নব যৌবনে দোলে দু’কুল,
যা কিছু সব তোমার আমার ভুল।
কাঁদব না আর এ সংসারে,
ভুল ভেঙ্গে আমরা এসেছি আপন ঘরে।
ভুল পথে ক্ষণিকের তরে ছিলাম অন্ধ,
তুমি এসে ছিঁড়ে দিলে সব দ্বন্দ্ব।
আজ বসন্ত প্রভাতে নবীন সূর্যের তেজে,
বধু এসেছে, আত্মবিশ্বাসে মোহভেঙ্গে।
আজ বসন্ত মেলায় অভিমান দূরে থাক,
গানে গানে মিলনমেলায় হৃদয় ভরে যাক।