এই বিশ্বায়ন, প্রযুক্তি উদ্ভাবন করে মধ্যবিত্তের সন্তানেরা।
আর ভোগ করে উচ্চবিত্ত, অঘাত সম্পত্তির মালিক যারা।
আধুনিক প্রযুক্তি নির্ভর জীবনে মধ্যবিত্তরা আছে সংকটে,
প্রতিযোগিতার মুক্ত অর্থনীতিতে উচ্চবিত্তরা থাকে দাপটে।
মধ্যবিত্তরাই সমাজ সংস্কারক, দেশ-জাতির কথা ভাবে,
উচ্চবিত্তরা থাকে ভোগে আর নিম্নবিত্তদের দিন চলে অভাবে।
দেশ-জাতির সংকটকালে কে ধরে হাল? কে করে আহবান!
মধ্যবিত্তদের মধ্যে নেতা হয়ে, সব সমস্যা করে সমাধান।
মধ্যবিত্তরাই পানি,গ্যাস, বিদ্যুতের দাবিতে বিক্ষোভ করে,
রাজনৈতিক মতাদর্শের বিভেদে, নিত্য সংঘাতে জীবন ঝরে।
দারিদ্র মোচন, ক্ষুদ্রঋণ, অবকাঠামো পরিবর্তন মধ্যবিত্তের দাবি,
কানসাট কিংবা তেল-গ্যাস রক্ষা কমিটি সেতো মধ্যবিত্তের দাবি।
(০১ মে ২০১১)