১
আমাদের এই মুক্ত অর্থনীতি কিংবা পুঁজিবাদি সমাজে,
বিত্তশালী আর এলিট শ্রেণির বড়ই কদর সবার মাঝে।
আর সর্বনিম্নের এই বিত্তহীন অসহায় গরিব মিসকিন,
টানাপোড়েন সংসারের মাঝে বসবাস এরা দীন-হীন।
আধুনিকতার এই উর্ধ্বমুখি মুক্ত অর্থনীতির বাজার মূল্য,
অভাব অনাটনে কিভাবে জীবন চলে! তা বলাই বাহুল্য।
এই ধনি গরিবের মাঝে অসহায় মধ্যবিত্তের অবস্থান,
মুক্ত অর্থনীতি গতিশীল করা এদের বড় অবদান।
যদি বলো, মধ্যবিত্ত কারা? কি তাদের পরিচয়?
তবে বলব বাড়তি কিছু থাকে না, ক’রিয়া আয়-ব্যয়।
২
তারাই মধ্যবিত্ত, তারাই সমাজের মধ্যম শ্রেণি,
ধার-দেনা না’ করে , টেনে চলে সংসারের ঘাণি।
এলিটদের আছে টাকা, গরিবের দিন শেষে ফাঁকা;
মধ্যবিত্তের আছে আত্মসম্মান, নিজেকে গোপন রাখা।
মধ্যবিত্তরা না পারে ধার দিতে, না পারে ধার নিতে;
নিজের কাজ নিজেই করে মুক্তবাজার অর্থনীতিতে।
বিত্তশালী আর বিত্তহীনের মাঝে এদের বসবাস,
সমাজপতি,পুঁজিপতিরা এদের করে সর্বদা সর্বনাশ।
কেউ বলে, এরা শ্রমিক নয়; এরা শ্রমিক খাটায়,
খেয়ে পরে কিছুটা বাঁচায়,ভবিষ্যৎ সঞ্চয়ের আশায়।