মধ্য আশ্বিনে দৃশ্য ভরা রঙ্গমাঠে
মেঘে মেঘে ঢাকে দিকচক্রবালের তটে,
স্মৃতিভারে সোনালীর লুপ্ত দৃশ্য
ঊষা-গোধুলির দৃশ্য পরম্পরা
ক্রমাগত নেচে যায় সোনালী ক্ষেত,
মধ্য আশ্বিনের বাতাসে।
কখনো জ্যোৎস্নায় প্লাবিত রঙ্গভরা চোখে
নিঃশব্দে নীরবে শিউলি-বকুল তলায়
প্রকৃতিকে আদর করে বৃষ্টিবিধৌত জ্যোৎস্নায়।
মধ্য আশ্বিনের রঙ্গভরা মাঠে
অপরূপ দৃশ্য প্রকৃতির পটে।
(২৯ সেপ্টম্বর ২০১৩,
১৪ আশ্বিন ১৪২০, রবিবার)