আমার অস্তিত্ব ঘুরে বেড়ানো মেঠোপথ গ্রাম বাংলার ,
প্রেমময় ভালোলাগা জনপদ ঐ উন্মুক্ত প্রান্তর।
নীলাকাশের শ্যামল ছায়ায় মনছুঁয়ে যাওয়া,
নবমী চাঁদের জোয়ারে ভাসা, মন খুলে গান গাওয়া।
প্রিয় সুন্দর অতিচেনা গ্রাম নদী মাঠগুলো,
রবি-শশী জ্বেলে রাখে অপরূপ আলো।
আমার চলা মেঠোপথ শতরূপে চেনা,
বাংলা মায়ের ভালোবাসার দাম দিয়ে কেনা।
মায়াবী টানে জোনাকির আলোয় কাছে টানে,
দূর্বাঘাসে পাটক্ষেতের আলে সৌন্ধর্যের জালবোনে।
মাটির মমতা গাছের আদর ছায়া সবুজ প্রান্তরে,
নবান্নের উৎসব নাড়ারমাঠ জুড়ে ঘরে ঘরে।
আমি চলি রোদ বৃষ্টি শীত গরমের মাঝে,
কৃষকের সাথে চলা মেঠোপথে আপন কাজে।
পাখির কলরবে মন জুড়ানো প্রেমময়ী সুরে,
আমার ঠিকানা পথ চলা বাংলার হৃদয় জুড়ে।
আমার বেড়ে ওঠা নিরন্তর ঐ মেঠোপথে,
স্বপ্নের ব্যাকুলতা নব্য বিবর্তন তারই সাথে।
কেঁদে ফিরি মায়ার পিছু টানে বারে বারে,
আমি হেঁটে চলি আমার অস্তিত্বে গর্ব ভরে।
(২৬ আগস্ট ২০১১)